মো. তাসলিম উদ্দিন সরাইল: “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে সরাইলে ৫৩ তম সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে।
শনিবার (২নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা জাতীয় সমবায় দিবস উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আবু কাউছার ঠাকুর রুবেলর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. মওদুদ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.নুর আলী,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, সাংবাদিক মোহাম্মদ আলী, সরাইল রিপোর্টর্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সাংবাদিক আলমগীর প্রমুখ।
এসময় বক্তারা বলেন,দশের লাঠি একের বোঝা।তাই কোন কাজ একা না করে সম্মিলিত ভাবে করলে সেটার একটা যথাযথ ফলাফল পাওয়া যায়। কোন কাজকে ছোট করে দেখা যাবে না। সমবায়ের মাধ্যমে শক্তিবৃদ্ধি পায়।
সমাজের অবহেলিত লোকজন সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যে কোন বৃহৎ কাজ করতে পারছে। যা তাদের একার পক্ষে সম্ভব ছিল না। সমবায়ের নিবন্ধন নিয়ে বসে থাকলে হবে না।সঠিকভাবে কাজ করতে হবে। সুদের ব্যবসা বন্ধ করতে হবে।
নিজের মধ্যে সঞ্চয় জমিয়ে সেটা দিয়ে বিভিন্ন প্রকার প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যেতে হবে।অনুষ্ঠানে উপজেলার ৫১টি সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত