জর্ডানে জনপ্রিয় কমিউনিটি নেতা সিরাজুল বাশার গ্রেফতার

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ , ১৮ এপ্রিল ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
কোহিনূর আক্তার, আম্মান,জর্ডান থেকেঃ ১৪ এপ্রিল রোজ মংগলবার জর্ডানের গোয়েন্দা পুলিশ প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতা সিরাজুল বাশারকে গ্রেফতার করে।উল্লেখ্য যে সিরাজুল বাশার জর্ডানে প্রস্তাবিত আওয়ামী লীগ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন নামে তার একটি জর্ডান প্রবাসীদের জন্য সেচ্ছাসেবা মূলক সংগঠন রয়েছে।সিরাজুল বাশারকে জর্ডানের তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশৃংখলা সৃষ্টি ও সন্ত্রাস বাদ আইনে গ্রেপ্তার করে তাকে জেলে রাখা হয়েছে।
উল্লেখ্য যে সিরাজুল বাশার তার ব্যক্তিগত ফেজবুক একাউন্টে বিভিন্ন সময় বাংলাদেশ দূতাবাস আম্মানের বিরুদ্ধে উস্কানিমূলক সমালোচনা করেছেন।সম্প্রতি জর্ডানের প্রবাসী সাংবাদিক সেলিম আকাশ ও জর্ডান আওয়ামী লীগ নেতা সিরাজুল বাশার কে এক সাথে একই আইনে গ্রেপ্তার করে জর্ডানের গোয়েন্দা পুলিশ। জর্ডান প্রবাসী বাংলাদেশীদের অধিকাংশ মনে করেন তথা কথিত জর্ডানের বহুল আলোচিত ও সমালোচিত কমিউনিটি নেতার হাত রয়েছে এই জনপ্রিয় কমিউনিটি নেতাকে গ্রেপ্তারের পিছনে। অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশীরা। সিরাজুল বাশার জর্ডানে অবস্থিত অস্টিয়া দূতাবাসে কর্মরত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর