জয়পুরহাটে বিএনপির দুটি পক্ষ শুক্রবারে একই সময়ে একই স্থানে সদর উপজেলা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
যেকোনো অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে এবং আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় জয়পুরহাটের জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর বৃহস্পতিবার বিকেলে এই আদেশ জারী করেন। শুক্রবার সকাল আটটা থেকে রাত ০৮টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে আদেশে জানানো হয়েছে।
বিএনপির দলীয় নেতা-কর্মী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জয়পুরহাট সদর ও শহর শাখা বিএনপির সম্মেলন শহরের নতুনহাটের গো-হাটীতে আয়োজনের ঘোষনা দেওয়া হয়।
দলটির একটি পক্ষের নেতা-কর্মীদের সম্মেলনে রাখা হয়নি বলে অভিযোগ করা হয়। এরই প্রতিবাদে দলটির একটি পক্ষের নেতা-কর্মীরা বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে শহরে মশাল মিছিল করেন।
তাঁরা শুক্রবার নতুনহাটে পাল্টা সম্মেলনের আহ্বান করেন। একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সম্মেলনকে দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার বিকেলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শহরের নতুনহাটে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করে বিজ্ঞপ্তি দেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল-মামুন বলেন, শুক্রবার শহরের নতুনহাটে জেলা ম্যাজিষ্ট্রেট ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করেছেন। যদি কেউ আইন অমান্য করার চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমন করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত