ছড়া : উলোট- পালট

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ , ১৬ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ছড়া : উলোট- পালট
— আল আমীন শাহীন

মোবারক পাগলা মাঝে মাঝে
জোরে দেয় হাসি,
সবাইকে বলে সে
কেউ দিও না কাশি।
মঠের গোড়ার পাগলা মোবারক
মারতো বসে মাছি,
কাছে গেলে এখন বলে দেয়
কেউ দিও না হাঁচি।
খালি গায়ে ঘুরতো মোবারক
না দেখে দিন রাত,
এখন তার মুখের বুলি
সাবান দিয়ে ধৌয় হাত।
সময় যে উলোট-পালট
মোবারকও এখন ঘরে,
নাক মুখ ঢেকে সে
থাকে তিন ফুট দূরে।
পাগল বুঝে আসল কথা
অনেকে বুঝে না
স্বাস্থ্য বিধি না মানলে
কেউ বাঁচবে না।
————————–
প্রথম পাঠক: বন্ধু সাজ্জাদ হোসেন সোহেল

বিষয়: