চৈত্রের শেষ বিকেল

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ , ২২ মে ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সাজিয়া আফরিন সোহাগী

     চৈত্রের শেষ বিকেল
সাজিয়া আফরিন সোহাগী

চৈত্রের হাওয়া বয়ে যায় বুঝি
আজ শেষ বিকেলের ছায়ায়,
গাছের পাতা ঝরে ঝরে পড়ে তবু
রয়ে যায় অজানা কোনো মায়ায় ।

ছোট ছোট গাছে কচি কচি পাতায়
ভরে যায় প্রতিটি গাছের ডাল,
আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণে
মন হয়ে যায় মিষ্টি মাতাল।

সারাদিনের ক্লান্তি শেষে বিকেল বেলা
নিস্তেজ শরীর বাতাসের স্পর্শ চায়,
মিষ্টি ছোঁয়া পেতে আমেজে ভরে মন
মুক্ত নিঃশ্বাস খুঁজে চলি দূর নিরালায়।

খরা রৌদ্রের অগ্নিবাণে হৃদয় মন যখন
শুকনো হাহাকার মরুভূমির মতো,
শেষ বিকেলের শীতল ছায়া পরশ মাখায়
মন চিত্তে পরিপূর্ণতা পায় কতো।

ছোট ছোট ছেলেমেয়ে ঘরের বদ্ধ পরিবেশে
বাইরে বের হবে চলে যুদ্ধ করে হাহাকার,
চৈত্রের দুপুর তপ্ত বুকে আগুন ধরায় মনে
মন খুঁজে বেড়ায় সবুজের শ্যামল ছায়ায়।

মন্তব্য লিখুন

আরও খবর