আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জিএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবর্তন করা চক্রের এক সদস্যকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব ১৩ এর সিপিসি ৩ গাইবান্ধা টিম।
আইন শৃংখলা রক্ষায় র্যাবে নিয়মিত ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিক্তিতে সিপিসি ৩ এর এএসপি মুন্না বিশ্বাসের নেতৃত্বে একটি অভিযানিক টিম গতকাল ৩ ফেব্রয়ারী সোমবার ১১ টা ৪৫ মিনিটের সময় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লালচামা বাজারে একটি শরিফুলের কাপড়ে দোকানের সামনে কাচা রাস্তা উপর হতে দুইটি ফোন ,চারটি সিম এর মধ্যে একটি বিকাশ সিম যেটিতে ২৮ হাজার ৪ শত ৭৭ টাকা ১২ পয়সাসহ এ প্রতারক চক্রের সদস্য রমজান আলীকে গ্রেফতার করে ।
জানা যায় ,সুন্দরগঞ্জ উপজেলার লালচামা বাজারে এসএসসি পরীক্ষা ২০২০ এর সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাসকারী চক্রের সদস্য অর্থের বিনিময়ে মোবাইলের মাধ্যমে ফেসবুক আইডি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস করার পায়তারা করা কালে প্রতারক চক্রের সদস্য রমজান আলীকে কৌশলে গ্রেফতার করে র্যাবের সদস্যরা। গ্রেফতারের পর তার ব্যবহৃত ফেসবুক আইডি জব্দ করা হয়। সে তার ব্যবহৃত ফেজবুক আইডি হতে জেএসসি ও এসএসসি পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করার নামে পেজ খুলে ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে বিকাশে টাকা চাওয়ায় এসংক্রান্ত স্ক্রীনশর্ট জব্দ করা হয়। গ্রেফতারকৃত রমজান আলী (২৬) সুন্দরগঞ্জ উপজেলার ভাটি কাপাসিয়া গ্রামের আঃ গফুরের ছেলে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করে র্যাব ১৩ সিপিসি ৩ গাইবান্ধা ক্যাম্পের এএসপি ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মুন্না বিশ্বাস জানান, এঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত