• সারাদেশ
  • গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালক ও ট্রাক্টরের চাপায় শিশু নিহত

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালক ও ট্রাক্টরের চাপায় শিশু নিহত

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ , ১২ এপ্রিল ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ১২ এপ্রিল রোববার সকালে গোবিন্দগঞ্জ পৌরসভার ঢাকা-রংপুর মহাসড়কের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় জাফিরুল ইসলাম (২৮) নামে ব্যাটারী চালিত এক অটোরিক্সা চালক ও সদর উপজেলার পুর্ব পিয়ারাপুর এলাকায় ট্রাক্টরের চাপায় জিম নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ উত্তর বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকা অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক একটি ব্যাটারী চালিত অটো রিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং অটোরিক্সার চালক জাফিরুল ইসলাম (২৮) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত জাফিরুল উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের আনসার আলীর পুত্র।

এদিকে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পুর্ব পিয়ারাপুর এলাকায় রোববার বিকাল ৩টায় ট্রাক্টরের (কাকড়া) চাপায় জিম নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, ওই এলাকায় ট্রাক্টরটি মাটি আনা নেয়া করছিল। এসময় শিশুটি রাস্তা পারের জন্য দৌড় দিলে ট্রাক্টরের নিচে পড়ে এই ঘটনা ঘটে।

মন্তব্য লিখুন

আরও খবর