ক্ষমা করো মহাপ্রভু : আল আমীন শাহীন

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ , ১৫ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ক্ষমা করো মহাপ্রভু
আল আমীন শাহীন

নানা স্বপ্নে নানা রঙ্গে সাজানো বিশ্বঘর
রঙ্গিন ঘরের আল্পনায় আজ
বেদনার ঝড় বিষাদের আঁচর
করোনার ভয়ে বিশ্ব ঘর করছে যে নড়বড়
আক্রান্ত মরণ করোনা ভাইরাসে
ত্রাসে কাঁপে ঘর ভয়ে মানুষ থরথর
কালোর আচ্ছাদনে হারিয়েছে ঘর
সভ্যতা আর সুখ শান্তির প্রভাকর।

না জানি কি হলো আজি
কোন সে ভুল আর পাপে
এমনই দুঃসময় এলো কেন?
কার কোন অভিশাপে ?
বিশ্বের সেরা মোড়লদের আজ
নেই শক্তির বড়াই
বিশ্ব রাজত্বে প্রভাব খাটানো,
থেমে গেছে তাদের মানুষ মারার লড়াই।

মানুষ মারতে আকাশে নেই
আধুনিকতার যুদ্ধ বিমান,
সীমানা পেরিয়ে প্রাসাদ ভেঙ্গে
চলে এখন ট্যাংক কামান।
বিশ্ব রাজাদের সভাসদ চুপ
নেই এখন আর রণ কৌশল,
হয়েছে যুদ্ধসেনাদের অস্ত্র অচল
হারিয়েছে তারা সব শক্তি বল।

ফন্দি ফিকির প্রভাবঅস্ত্র
যা ছিল মানুষের মাঝে
সবই অচল হয়েছে এখন
অদৃশ্য মহাশক্তির কাছে।
শক্তির জোরে যুদ্ধ খেলায়
কত যে রক্ত ঝড়েছে
নিষ্পাপ শিশু নারী বৃদ্ধ
সৃষ্টির সেরা মানুষ কত মরেছে
পরাভব বিভেদে দেশে দেশে
মানবতা হার মেনেছে।

বেশী দিন আগে নয়,
যুদ্ধাহত সিরীয় শিশুর আর্তনাদ
কচি প্রাণ মরার আগে
করেছিল সে করুণ ফরিয়াদ
যুদ্ধের ময়দানে রণশক্তির অস্ত্রের মুখে
হামলাকারীর চোখে চোখ রেখে
রক্তমাখা শরীরে তার দুঃসহ কষ্টের ব্যথা
চিৎকারে ক্ষোভে বলেছিল সে শিশু
“বলে দিব গিয়ে আল্লাহর কাছে
তোমাদের সব কথা”।

এমনই অসহায় নিষ্পাপের ফরিয়াদ
আর্তি কিংবা অভিশাপে
হত্যা জুলুম অত্যাচার নির্যাতন
মানুষের জঘন্য নানা পাপে
উঠেছে বুঝি এই সময়ে
খোদার আরশ কেঁপে।

শোকে মাতমে কান্না বিলাপে
থামেনি যুদ্ধ তবু,
ভুলেই গেছিল যুদ্ধবাজ মানুষ
সৃষ্টির মালিক রয়েছে এক
আল্লাহ গড ভগবান ¯্রস্টা ভিন্ন নামে ডাকার
মহাশক্তির মহাপ্রভু।
এখন মনে হয় বারবার,
এ বুঝি মহাশক্তির আলামতের কারবার।

ছোট করোনা ভাইরাস
দিয়েছে ধামাকা হানা,
পরিত্রাণ তো নেই এখন
উপায় নেই মানুষের জানা।
গোটা বিশ্ব মানুষ ভয়ে কম্পমাণ
সব কিছুর উর্ধ্বে অদৃশ্য মহাশক্তি
পেয়েছে বিশ্ব এর সামান্য প্রমাণ।

তাই তো আজি আহবান করি সকলের কাছে
দূর করো মনের খারাপ যত যা কিছু আছে
হিংসা বিদ্বেষ হানাহানি বড়াই লড়াই ছাড়ো
সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে
সম্প্রীতি ভালবাসা সুখ শান্তির
নতুন বিশ্ব গড়ো।

করো মোনাজাত পেতে নাজাত,
ধ্বংস চাইতে করোনা জীবাণু
অদৃশ্য মহান আল্লাহর কাছে
হও সবে নতজানু

প্রেরণা : অধ্যক্ষ আবুল হাসান