কবিতা

কেন তুমি আমার হয়ে রইলে বহুদূর

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ , ৪ মার্চ ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
লেখক খায়রুল ইসলাম।ছবি- কালের বিবর্তন

ভালোবেসে ঠকে গেলাম,
হয়েছি একা?
আমায় ছেড়ে তুমি অনেক
দিয়েছো ব্যাথা।

দুষ কী ছিল বল আমায়;
কী ছিল অপরাধ?
কী হেতু তুমি আমার
করলে জীবন বাদ।

তোমায় আমি ভালোবেসে,
কী করেছি ভুল?
কেন তুমি আমার হয়ে
রইলে বহুদূর।

কীসের জন্য তুমি আমার,
স্বপ্নে করতে খেলা।
কেন‌ আবার তুমি এসে
করলে অবহেলা।

তোমার জন্য আমি অনেক,
জেগেছি দিনরাত।
সেই কি ছিল তোমার কাছে আমার অপরাধ।

ভালো তোমায় বেসেছিলাম,
হৃদয়ে আপন করে।
তাই কী তুমি ছেড়ে গেলে,
আমায় পর ভেবে।

আমি যখন একা ছিলাম,
ছিলাম অনেক ভালো।
হঠাৎ তুমি এসে করলে
আমার জীবন আলো।

আসলে যখন রইলে না,
কী ছিল আমার ভুল?
আমার হয়ে কেন তুমি,
রইলে বহুদূর।

তুমি তুমি করে আমি,
ছেড়েছি অনেক জন।
তোমার কাছে আমিই শুধু,
এটাই ছিল পণ।

ভালোবাসা ছিল তোমার,
শুধুই অভিনয়।
আমি তোমার কাছে ছিলাম,
কেবল পরিচয়।

তোমায় আমি আপন ভেবে,
কী করেছি ভুল?
কেন তুমি আমার হয়ে
রইলে বহুদূর।

তোমায় আমি ভালোবেসে,
পেয়েছি অনেক ব্যাথা।
বীনা দুষে তুমি আমার,
জীবন করেছো বৃথা।

তোমার কাছে যাওয়ার আগে,
না হতো‌ যদি দেখা।
ভাবতাম আমি আমার প্রভু,
করেছে অনেক কৃপা।

তোমায় আমি প্রিয় ভেবে,
কী করেছি ভুল?
কেন তুমি আমার হয়ে,
রইলে বহুদূর।

মন্তব্য লিখুন

আরও খবর