কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ , ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। ছবি- সংগৃহীত

কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে বিএনপির হরতাল কর্মসূচির হুংকারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে।

মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায়।

এর আগে মন্ত্রী কসবার একাধিক অনুষ্ঠানে যোগ দিতে মহানগর এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় এসে পৌঁছান। পরে সেখান থেকে তিনি সড়ক পথে কসবায় যান। বিকেলে আবার রেলওয়ে জংশন স্টেশন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ফিরার কথা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমূখ।

মন্তব্য লিখুন

আরও খবর