কুমিল্লায় আগ্নেয়াস্ত্র হাতে দুই যুবকের ভিডিও ভাইরাল

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

কুমিল্লা বরুড়া উপজেলার খোশবাস স্কুল এ্যান্ড কলেজ মাঠে আগ্নেয়াস্ত্র (ওয়ান শুট্যার) নিয়ে প্রতিপক্ষের উপর হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় আগ্নেয়াস্ত্র তাক করে প্রতিপক্ষের দিকে এগিয়ে যাচ্ছে দুই যুবক। এ সময় কয়েকজনকে দেখা যায় আগ্নেয়াস্ত্র হাতে যুবককদের নিবৃত্ত করতে।

খবর নিয়ে জানা যায়, গেলো ১২ অগাস্ট বরুড়া উত্তর খোশবাস ইউনিয়নের খোশবাস স্কুল এ্যান্ড কলেজ মাঠে পোস্টার ও ব্যানার টানানো নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন কয়েকজন যুবক।

এ সময় ফরহাদ ও রিয়াজকে আগ্নেয়াস্ত্র হাতে উত্তেজিত অবস্থায় দেখা যায়।

দলীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার খোশবাস এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। এ নিয়ে কয়েকদিন পরপরই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে।

গেলো ১২ অক্টোবর দুপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যােগে একটি ব্যানার টানানো হয়। ওই ব্যানারে বঙ্গবন্ধু ও উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলামের ছবি সঙ্গে রিয়াজ হোসেন ও ফরহাদ হোসেনের ছবি দেয়া হয়। এতে একই দলের খোরশেদ আলম খোকার লোকজন ক্ষুব্ধ হয়ে ব্যানারি ছিঁড়ে ফেলেন। এ নিয়েই উত্তেজিত হয়ে পড়েছেন ফরহাদ ও রিয়াজ। পরে তারা ওয়ান শ্যুটার নিয়ে ধাওয়া করেন।

এদিকে অস্ত্র হাতে দুই যুবকের এমন আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। হাসিব নামে একজন লিখেন বরুড়াতে এখন কথার আগে অস্ত্র বের হয়। তৌসিফ লিখেন, বরুড়াতে এত অস্ত্র এসেছে কই থেকে।

অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরালের বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন বলেন, আমরা অনেক পরে ঘটনা জেনেছি। তবে অস্ত্রধারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতার করার জন্য অভিযান চলছে।

মন্তব্য লিখুন

আরও খবর