কুমিল্লার বাঙ্গরা বাজার থানা যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ , ২৩ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ “বৃক্ষ নিধন আর নয়, দেশকে কর বৃক্ষময়” এই শ্লোগান নিয়ে

মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিল্লার বাঙ্গরা বাজার থানার আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি করা হয়েছে।

গতকাল মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার অন্তভুক্ত ১০ ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজে এই বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে ফলজ ও বনজ চারা রোপন করা হয়।

থানা যুবলীগের আহবায়ক নাইউম খানের উদ্যেগে বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, যুগ্ম আহব্বায়ক আব্দুল্লাহ নজরুল, ১নং শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুস, ৬নং বাঙ্গরা পূর্ব ইউপি যুবলীগের আহবায়ক বাবুল আলী খান, ৭নং বাঙ্গরা পশ্চিম ইউপি যুবলীগের আহবায়ক রুবেল খান জয়,২২ নং টনকি ইউপি যুবলীগে আহবায়ক আনিসুর রহমান তানিম। এছারাও বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতা আরিফ হোসেন, গোলাম কিবরিয়া, নুরে আলম জিকু, মোমেন ইকবাল, জাহাঙ্গীর সরকার, শেখ রফিক, আলম সামস্, আনোয়ার পারভেজ, সাত্তার রেজা, নিজাম উদ্দিন মাস্টার, তুরিন মাস্টার, নূরুল ইসলাম মাষ্টারর, বিভিন অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক মোঃ নাইউম খান জানান, যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এবং মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের পক্ষ থেকে শ্রীকাইল সরকারি কলেজ, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়, খামারগ্রাম দাখিল মাদ্রাসা, টনকি হানিফ সরকার উচ্চ বিদ্যালয়, বাইরা হাই স্কুল, হায়দারাবাদ জাহানারা হক কলেজ, আকুবপুর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর রাহাত আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়, পীর কাসিমপুর আর এন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর