এম কে আই জাবেদ, কুমিল্লা: বৃহস্পতিবার কুমিল্লা জেলার দাউদকান্দিতে ১জন এবং লাকসামে ১জন করোনা নমুনা সনাক্তরে ফলাফল পজেটিভ এসেছে। এই ৩ জন নিয়ে এ জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়াল ৩০ জনে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, এপর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৩৮ টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ১৯০ টি রিপোর্টের ফলাফল এসেছে। তার মধ্যে ৩০ জনের করোনা পজেটিভ রোগী পাওয়া যায়।
জেলায় সর্বমোট ৪৪৪৯ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। করোনার উপসর্গ না থাকায় ছাড়পত্র দেওয়া হয়েছে ৩৩৩৪ জনকে। বর্তমানে সন্দেহ ভাজন কোয়ারেন্টিনে আছেন ১১১৭ জন।
কুমিল্লা জেলায় এ পর্যন্ত ৩০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বাবা, মেয়েসহ তিতাস উপজেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৮, একই পরিবারের তিনজনসহ বুড়িচংয়ে ৫, দাউদকান্দি ৫, দেবিদ্বার ২, চান্দিনা ৪, ব্রাহ্মণপাড়া ১, সদর দক্ষিণ ১, বরুড়া ১, চৌদ্দগ্রাম ১, হোমনা ১ ও লাকসাম উপজেলায় ১ জন করে আক্রান্ত হয়েছেন। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জীবন কৃষ্ণ সাহা নামে একজন নারায়নগঞ্জ থেকে গ্রামে এসে পুনঃরায় অসুস্থ হয়ে চিকিৎসার জন্য নারায়নগঞ্জ গিয়ে মারা গেছেন।
মুরাদনগর উপজেলা থেকে করোনার উপসর্গ থাকায় সন্দেহ ভাজন ৬ জনের নমুনার ফলাফল গত (বুধবার) এসেছে তবে সবাই করোনা মুক্ত (নেগেটিভ) বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত