এম কে আই জাবেদ, কুমিল্লা: কুমিল্লায় বিভিন্ন স্থানে বিনামূল্যে ভ্রাম্যমান চিকিৎসাসেবা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার দিনব্যাপী কুমিল্লা নগরের কান্দিরপাড় টাউনহল মাঠ, ইপিজেড ও কালিয়াজুড়িতে প্রায় ৫ শত রোগীকে নিরাপদ দূরত্বে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ ক্যাপ্টেইন আয়েশা সিদ্দিকী। এ সময় তাকে সহযোগিতা করেন আরো ৬ জন চিকিৎসক দল।
সেনাবাহিনীর ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স টিমের আয়োজনে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু করে সেনাবাহিনী কুমিল্লা এরিয়া। সেখানে দুস্থ অসহায়সহ সর্বসাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সরবরাহ করছেন সেনা সদস্যরা।
৩৫ ফিল্ড অধিনায়ক কর্ণেল মো: নাজমুল হুদা খান জানান, কুমিল্লা জেলাসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলায় সেনাবাহিনীর ৮টি ভ্রাম্যমান মেডিকেল টিম স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌছেঁ দিতে কাজ করছে । যারা অতি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তারাই এ সেবা পাচ্ছেন। এছাড়া গুরুত্বপূর্ন এলাকাগুলোতে আমরা যাচ্ছি যেখানে দিনমজুর, পথশিশু, অসহায়রা আছেন তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত