কসবায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ , ৭ আগস্ট ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মোহাম্মদ রাসেল মিয়া
কসবা প্রতিনিধি

কসবায় আজ শুক্রবার বিকালে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের এন.আই.ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে করোনায় লকডাউনে ক্ষতিগ্রস্ত কসবা উপজলার ১০টি ইউনিয়নের ৭৬৮জন চা দোকানী ও শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্য রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি ও ১টি লাক্স সাবান।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সভাপতিত্বে আইন মন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় কসবা উপজলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া, উপজলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন, কসবা উপজলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন, উপজলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক কাজী মানিক ও আশরাফুল ইসলাম, মূলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর