ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে এক কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস ও চাদর উদ্ধার করেছে বিজবি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার খিরনাল সীমান্ত এলাকা থেকে বিজিবি ৬০ ব্যাটালিয়ন এসব ভারতীয় পণ্য উদ্ধার করে।
৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০৩৭/৩ এস পিলারের কাছে অভিযান চালানো হয়। এ সময় ১১৩৪ পিস ভারতীয় শাড়ি, ৪৭০টি থ্রিপিস ও ৩৮১ পিস চাদর জব্দ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত