• জাতীয় লিড নিউজ
  • করোনায় সৃষ্ট ব্যাপক মহামারী পরিস্থিতি থেকে বাঁচতে করণীয় ?

করোনায় সৃষ্ট ব্যাপক মহামারী পরিস্থিতি থেকে বাঁচতে করণীয় ?

প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ , ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
করোনার নির্দয় থাবায় গোটা বিশ্ব।

মনির হোসেন টিপুঃ করোনাভাইরাস গ্রাস করে ফেলেছে গোটা বিশ্বকে। পুরো পৃথিবীকেন্দ্রিক এই রোগ মহামারিতে পরিণত হয়েছে। বাংলাদেশে গত ৮ মার্চ থেকে করোনা রোগী সনাক্ত হয়েছে।

বর্তমান করোনাভাইরাস সঙ্কটাবস্থায় প্রয়োজন দেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক ছোট ছোট বাহিনীর মাধ্যমে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী বিতরণ ও হোম কোয়ারেন্টাইনএ দৃষ্টি রাখা, আড্ডাবাজি এবং অপ্রয়োজনীয় চলাফেরা নিয়ন্ত্রণ করা। সারাদেশে যার যার এলাকায় যে ভাবে এক জায়গায় জড়ো করে ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে।

করোনা মোকাবেলায় শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , প্রশাসন এবং সেনাবাহিনীর উপর নির্ভর করলেই চলবে না, বাস্তবে ও এটি ঠিক না। আমাদের সকলেরই এই ৭ টা দিন অন্তত কষ্ট করে হলেও ঘরের ভিতরে থাকতে হবে।

নিজের উদ্যোগে হলেও পরিবার পরিজন ও আত্মীয়স্বজনদের ফোনের মাধ্যমে বুঝাবার চেষ্টা করতে হবে এমনকি জোর করে হলেও। নিজেও নিরাপদ থাকি আত্মীয়স্বজনদের নিরাপদে রাখি। তাহলে হয়তো এই দেশটাকে মহামারির ব্যাপক আকার থেকে নিয়ন্ত্রণ করা যাবে ইনশাআল্লাহ।

মন্তব্য লিখুন

আরও খবর