মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দুস্কৃতিকারীদের নাশকতা এড়াতে উপজেলার হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির ও গীর্জা পরিদর্শন শেষে নিয়মিত নজরদারী রাখছেন সেনা বাহিনীর সদস্যরা।
কমলগঞ্জে দুস্কৃতিকারী কর্তৃক অবৈধভাবে দখলকৃত বিভিন্ন স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও উপজেলার সংখ্যালঘু পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষাসহ জননিরাপত্তার স্বার্থে সকল প্রকারের সন্ত্রাস ও দুস্কৃতিকারীদের দমনের লক্ষ্যে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
কমলগঞ্জ উপজেলার আদমপুর এলাকায় মনিপুরী সম্প্রদায়ের বিভিন্ন বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সেনা সদস্যরা।
উল্লেখ্য, দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাসদস্যদের কড়া নিরাপত্তায় শহরের কোন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বা ভাংচুরের কোন ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। এছাড়াও জননিরাপত্তার স্বার্থে এলাকায় এলাকায় টহল জোরদার করেছেন তারা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত