কমলগঞ্জে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ , ১২ আগস্ট ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন

বাংলাদেশ আনসার ও ভিডিপি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা কার্যালয় এর উদ্যােগে উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি ও বিতরন করা হয়।

সোমবার (১২ আগষ্ট) সকালের দিকে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে ২০০ চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার।

উপজেলা আনসার ভিডিপির অফিস সুত্র জানায়, বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার এর সার্বিক তত্বাবধানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করা হয়।

সারা দেশের ন্যায় এ উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির ২ শত চাড়া করিমপুর আনসার ও ভিডিপি ক্লাব, ভাষানীগাঁও আনসার ও ভিডিপি ক্লাব সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনার মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষক জায়েদ হোসেন, প্রশিক্ষিকা সানজিদা আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীবৃন্দ, ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার ও সহকারি কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার বলেন, ‘উপজেলা ২শতটি বনজ, ফলজ ও ঔষধি গাছ দলনেতা দলনেত্রী ও কমান্ডারবৃন্দের মাঝে বিতরণ করেন। তারা এসব ছাড়াগুলো বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় বৃক্ষরোপন করেন।’