ইসরায়েলি গণহত্যার প্রতিবাদেও মিছিলে উত্তাল সরাইলের রাজপথ

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ , ৭ এপ্রিল ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সরাইল জুড়ে দিনভর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে গণহত্যার ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে দাবি করা হয়।

সরাইলে আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও ধর্মপ্রাণ তৌহিদি জনতার উদ্যোগে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলটি উচালিয়া পাড়া মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরেএক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন,উচালিয়াপাড়া মাদ্রসার মুহতামিম মাওলানা মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল শাখার সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা শেখ আমান উল্লাহ, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী, সরাইল সদর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া,ছাত্র প্রতিনিধি ইরফান খানও নাহিদ ইসলাম প্রমুখ।

সরাইলে মিছিলে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল, আল্লাহ আকবার ধ্বনিতে উত্তাল রাজপথ। এদিকে সকাল সাড়ে ১১ টার বিশ্ব রোড চত্বরে মিছিল অনুষ্ঠিত হয়