ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

নাসিরনগর উপজেলার ১১ নং পূর্বভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার মিয়ার অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়নবাসী।

রোববার (২৫ আগষ্ট) দুপুরে ১১নং পূর্বভাগ ইউনিয়ন পরিষদের সামানে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে এলাকাবাসী চেয়ারম্যান আক্তার মিয়ার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় নানান অনিয়মের অভিযোগ তুলে ধরে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে মিছিলটি ১১ নং পূর্বভাগ ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এসে শেষ হয়। পরে পূর্বভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীসহ দুই শতাধিক লোকজন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা জানান, আওয়ামীলীগ সরকারের অধিনস্ত ১১ নং পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার মিয়া একজন দুর্নীতি গ্রস্থ মানুষ। সরকার পতনের পর সামাজিক যোগযোগ মাধ্যমে বিএনপির লোকজন ইউনিয়ন পরিষদ ভেঙে ফেলবে বলে গুজব ছড়ান। এটা করে তিনি পুরো নাসিরনগর উপজেলায় একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। তাছাড়া উপজেলা ও ইউনিয়নে টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করে বৈষম্য ছাত্র আন্দোলন রোধ করতে চেয়েছিলো। এমন চেয়ারম্যান আমাদের দরকার নেই। ইউনিয়ন পরিষদ গ্রামবাসীদের। তাই ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে পরিষদ চালানো হবে। এই ইউনিয়ন পরিষদের কোনো সন্ত্রাস, চাঁদাবাঁজ ও দুর্নীতিবাজ চেয়ারম্যান থাকতে পারে না। সে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করেছেন। অত্যাচার ও চাঁদাবাজি করেছে নিয়মিত। মিথ্যা মামলা দিয়ে অসংখ্য নিরীহ মানুষকে এলাকা ছাড়া করেছে। তাই এই চেয়ারম্যান আমরা আর দেখতে চাই না। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।’

এসময় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাসিরনগর উপজেলা বিএনপির সদস্য ও পূর্বভাগ ইউনিয়নের সহসভাপতি মোঃ সালহি উদ্দিন পিন্টু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রমজান মিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম মুসা, সাংগঠনিক সম্পাদক সোবহান মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম, মাধবপুর কলেজের শিক্ষার্থী সারজিন আক্তার প্রমুখ।