ইউপি চেয়ারম্যানসহ ২ ছেলের বিরুদ্ধে জালিয়াতির মামলা

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল (৫৫)।

শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল (৫৫) সহ তার দুই পুত্রের বিরুদ্ধে আদালতে জালিয়াতি, প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীবরদী সিআর আমলী আদালতে ভুক্তভোগী ছালেহা খাতুন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুইয়া মামলাটি দুদকের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালককে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল।

মামলা সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল এবং তার দুই পুত্র শাকিল আহমেদ (৩০) ও সাব্বির আহমেদ (২৬) ২০২৩-২০২৪ অর্থবছরে হতদরিদ্রদের উপকারভোগীর কার্ড করিয়ে দেওয়ার কথা বলে অন্তত: ৯ জনের কাছ থেকে জনপ্রতি ৭ হাজার টাকা করে হাতিয়ে নেন। পরবর্তীতে ভুক্তভোগীদের নামে সংশ্লিষ্ট দপ্তর কার্ড বরাদ্দ দিলেও চেয়ারম্যান ওই কার্ডগুলো নিজের কাছে রেখে জনপ্রতি আরও ৫ হাজার করে টাকা দাবি করেন।

এদিকে কার্ডের তথ্য গোপন রেখে ওইসব কার্ডের বিপরীতে জাল টিপসই/সাক্ষর দিয়ে চাল উত্তোলন করে আসছিলেন চেয়ারম্যান ও তার ২ ছেলে। ওই তথ্য জেনে ভুক্তভোগীরা চেয়ারম্যানের কাছে গেলে তিনি তাদের নামে কোন কার্ড হয়নি বলে দাবি করেন। পরে ওই ঘটনায় বুধবার দুপুরে ভুক্তভোগী ছালেহা খাতুন আদালতে চেয়ারম্যান ও তার দুই পুত্রের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেন।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মামলায় অভিযোগ করলেই হলো? এটা মিথ্যা মামলা। পারলে প্রমাণ করুক।