আশড়ন্দ কলেজ পূণর্বহালের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন

নওগাঁর সাপাহার উপজেলার আশড়ন্দ কলেজটি পুনরায় চালুর দাবীতে শনিবার বিকেলে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকগণের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এর আগেও বেশ কয়েকবার এলাকার তরুণ প্রজন্মরা পুনরায় কলেজটি চালু করার জন্য উদ্দ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় এস.এস.সি ব্যাচ (২০১৫) এর ছাত্ররা বড়দের সাথে কথা বলে এবং সেই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কলেজ চালুর দাবি জানায়।

এর আগেও ২০১৫ সালেও আরিফ হোসেন, রাজু আহম্মেদর নেতৃত্বে মানববন্ধন হয় সেই মানববন্ধন পুলিশ দিয়ে বানচাল করা হয়।

কিন্তু তরুণদের সেই উদ্দ্যোগ হারিয়ে যায়নি কালের পরিবর্তনে যেহেতু দেশ নতুন ভাবে এগিয়ে যাবার প্রত্যয়ে ধাববান তখন আবারো সেই দাবি আদায়ে গর্জে ওঠে এলাকার শিক্ষানুরাগী তরুণরা।

আয়োজিত মানববন্ধনে আশড়ন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকের নেতৃত্ব পুনরায় কলেজের কর্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করা হয়।

শিক্ষার্থীদের দাবি এলাকার দরিদ্র পরিবারসহ দিন মজুরের ছেলে সন্তানেরাও যাতে উচ্চ শিক্ষার সুযোগ পায় সেজন্য তাদের এই আন্দোলন ।

আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থী শামীম রেজা- হিংসা-বিদ্বেষ ভুলে সকলকে এক হয়ে কলেজ পূণর্বহালের জন্য কাজ করার আহ্বান জানান।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষ, ভ্যানচালকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯৯৯ সালে আশড়ন্দ কলেজের কার্যক্রম চালু হয়। ২০০২ সালে পাঠদান অনুমতি পায়। তারপর যথারিতি প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম চলতে থাকে।

সেই প্রতিষ্ঠান থেকে অনেকে পাশ করে অনেকেই বিভিন্ন জায়গায় চাকরী করছে। অপর দিকে অজ্ঞাত কারনে গত ২০০৮ সালে ওই কলেজের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।

মন্তব্য লিখুন

আরও খবর