আশুগঞ্জে বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ , ২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমান অবৈধ ভারতীয় ঔষধসহ বাবুল আহমেদ (২৬) ও মো: রুবেল আহমেদ (৩২) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

জব্দকৃত কাভার্ডভ্যান থেকে ভারতীয় Diclo-m ট্যাবলেট ৯৬ হাজার পিস, Dekxon ট্যাবলেট এক লক্ষ ৮০ হাজার পিস, Cyproheptadin ট্যাবলেট তিন লক্ষ ৬৮ হাজার পিস এবং Practin সিরাপ ৩৫৫ পিস উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাবুল আহমেদ মৃত আ: নুরের ছেলে এবং রুবেল আহমেদ কানাই মিয়ার ছেলে। তারা দুজনেই সিলেট জৈন্তাপুর উপজেলার রামপ্রসাদ গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ বিল্লাল হোসেন বলেন, গোপন সংবাদর ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে ৬ লক্ষ ৪৪ হাজার পিস বিভিন্ন ধরনের ট্যাবলেট ও ৩৫৫ পিস সিরাপসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।