আশুগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ , ২০ অক্টোবর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই কেজি গাঁজা সহ মো: জীবন (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

রবিবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার চরচারতলা এলাকা সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার সামনে রাস্তা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: জীবন নরসিংদী জেলার বেলাবো থানার নারায়নপুর ইউপিস্থ দড়িকান্দি গ্রামের মত সরুজ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিংসে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার এসআই গাজী রবিউল ইসলাম সংঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক কারবারি জীবনকে দুই কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উল্লেখিত বিষয়ে মামালা রুজু প্রক্রিয়াধীন।