আর আসবো না ফিরে তোমাদের ভিড়ে

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ , ২৯ মে ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

কথা সাংবাদিক নাজমুল হুসাইন রানা কলমে সাংবাদিক খাঁন মেহেদি হাসান

হয়ত আর আসবো না ফিরে।
তোর এই দুষ্টুমির রাজত্বে।
দেখবো না আড় চোখে চেয়ে।
তোর অজান্তে আঁকা হাসি- ঠোটের কোনে।
এই পথ,এই মাঠ সবই রবে।
শুধু পুরানো আমি রব বহুদুরে।
এখানে নতুন কেউ আসবে আবার তোমার
জীবনে,আমি চেয়েছিলাম অনেক বসন্ত পার করতে মিম নামের কাহরো হাতটি ধরে- করেছি যেথায় পার।
তোর চলার পথে একাই শুধু স্বপনে এঁকেছি – অযাচিত আল্পনার ঘর।
ক্লান্ত হৃদয় আজ হয়ে যাবে নিথর।
আর আসবো না ফিরে বলবো না আর কখনো ভালোবাসি তরে। বলবো না মিম তুমিও ভালোবাসো আমাকে
বলবো না চল যায় পালিয়ে। সবার অজান্তে
ঐ দুর মরিচিকার সাথে মিশে।
মেঘের ডানায় ভর করে।
ভূলেও বলবো না কোনক্ষনে-
আয় ভালবেসে মিশে যায় দুজনে।
ডুব সাতারের খেলা খেলি- দীঘির ঠান্ডা জলে।
শাপলার মালা গেঁথে পরিয়ে দেই- তোর নীলকন্ঠী গলে।
সত্যিই আসবো না ফিরে।
কাঁদবো না কোন অভিমানে।
আবেগের সব দ্বার বন্ধ হয়েছে আজ।
ভালবাসা মিশে গেছে – নিকোটিনের ধোয়াতে আমার নিথর দেহটা ঘিরে থাকবে আগর বাতির ঘ্রানে।
স্বপ্নের চরণ বাস্তবতার জেলে।তোর অনুমতি
ছাড়াই তোকে বেধেছি শিকলে।
দেখা যদি নাই হয় আবার দুজনে।
তবুও ভেবে নিস – আছি তোর ছায়াতে মিশে।
ঝড় বাতাসের দলে এসে।
উড়নাটা উড়িয়ে দেবো আকাশে।
আচমকা জাপটে ধরবো তোকে।
একাকী আধো ঘুমের ঘোরে।
উঠবি যখন তুই প্রথম প্রভাতে।
দেখবি জলের রেখা চোখের কোণে।
শূন্যতায় ঘিরে রবে এক দীর্ঘদিন।
আমিও কেমন আছি,বুঝবি সেদিন। আর লিখবো না কনো কথা কবিতার ছলে বলবো না আর কখনো ভালোবাসো আমাকে।

জীবনের শেষ কবিতা লিখে গেলাম হয়তো একসময় থাকবো না আমি এই পৃথিবীতে, খেয়ালে কবিতার মাঝে, আর ছবি হয়ে ঝুলে রবো স্বজনের দেওয়ালে

মন্তব্য লিখুন

আরও খবর