ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের প্রয়াত আলোচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়ার ছেলে মাইনুল ইসলাম তুষার এবার তৃণমুল বিএনপিতে।
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ওই দলের মনোনয়ন নিয়েছেন তিনি। তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এবার নির্বাচন করছেন।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর হাতে মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
মো. মাইনুল ইসলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলেন, তৃণমূল বিএনপি থেকে আজকে মনোনয়ন ফরম আমি জমা দিয়েছি।এলাকার মানুষ আমার বাবাকে ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছেন। তাই আমাকে ও ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এ বিশ্বাস থেকে আমি নির্বাচন করছি। তিনি বলেন, নির্বাচন করা সবার এটি সাংবিধানিক অধিকার। আর আমার বাবা এই এলাকা থেকে ৬ বার এমপি নির্বাচিত হয়েছেন। বাবার স্বপ্ন বাস্তবায়ন করতেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি আমার বাবাকে যারা বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
আমাকেও এই এলাকার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন।তুষার বলেন, আপনারা জানেন হঠাৎ করে আমার বাবা চলেগেছেন। বাবার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করা। এলাকার উন্নয়নে জনগণের প্রতিনিধিত্ব হিসেবে কাজ করা আমার দায়িত্ব। বাবার প্রতিনিধি হিসাবে আমাকে এলাকার জনগণের হাতে তোলে দিতে চেয়েছিলেন। তুষার বলেন, মানুষ তো আর ফেরেশতা না।
আলোচনা সমালোচনা থাকবে। মানুষের ভুলও থাকবে। ভুল ভ্রান্তি নিয়েই একটা মানুষ। আমার ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিলে আমি শুধরিয়ে নেব। আমিও আপনাদের মত মানুষ।আমি আপনাদের কারো সন্তান কারো কারো ভাই।
আমার অজান্তে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকলে। আমার ভুলত্রুটি আপনারা ক্ষমা করে দিবেন। আমি আমার বাবার স্বপ্ন নিয়ে এসেছি।আমি আপনাদের সহযোগিতা ও সমর্থন চাই।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত