আজ আ.লীগ-বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচি

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ , ২৯ জুলাই ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

আজ শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি। যদিও কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। এতে অংশ নেবে সমমনা দলগুলোও। রাজধানীর গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এসব অবস্থান কর্মসূচি পালিত হবে।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোও আজ ঢাকায় সতর্ক অবস্থানে থাকবে বলে জানানো হয়েছে। এ ছাড়া ঢাকার প্রবেশমুখগুলোতেও নেতাকর্মীদের সতর্ক পাহারা থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অবশ্য শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়, শনিবার ঢাকার প্রবেশপথগুলোতে কর্মসূচি পালনের জন্য কোনো রাজনৈতিক দলকেই অনুমতি দেওয়া হয়নি।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রগুলো বলছে, বিএনপি যেদিন যেখানে কর্মসূচি দেবে, সেদিনই কোনো না কোনো কর্মসূচি নিয়ে ক্ষমতাসীনরাও রাজপথে থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর