আখাউড়ায় দেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্টিত

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ , ২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
লাইনে দাড়িয়ে ভোট দিতে যাচ্ছে কোমল মতি শিশুরা

আখাউড়া প্রতিনিধিঃ- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রাম সরকারী প্রাাথমিক বিদ্যালয়ের ষ্টুডেন্ট কাউন্সিল ২২ ই ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ৩ টায় শেষ হয়।

স্টুডেন্ট কেবিনেট কাউন্সিলে তৃতীয় শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ছাত্র/ ছাত্রীরা ভোট  গ্রহনে অংশ গ্রহন করে এবং তাদের মধ্যে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং, পুলিং অফিসারের দায়িত্ব পালন করে।

খোজ নিয়ে জানা গেছে, তৃতীয় শ্রেনী থেকে ২ জন, ৪র্থ শ্রেনী থেকে ২ জন এবং ৫ম শ্রেনী থেকে ৩ জনসহ মোট ৭ জন নেতা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে।

দেশের গনতন্ত্র চর্চার অংশ হিসেবে সরকারের আদেশ অনুযায়ী বিদ্যালয় পর্যায়ে এই নির্বাচনের আয়োজন করা হইয়াছে।

২ টি বুথে এই নির্বাচন অনুষ্টিত হয়েছে।

এই নির্বাচনে ৫ম শ্রেনীর হোসাইন ও মীম আক্তার সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন সাইফা আক্তার, সোলাইমান সাব্বির ও মাইশা।

প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন ৫ম শ্রেনীর তিশা আক্তার।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সুমাইয়া আক্তার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকা খাতুন স্বপ্না বলেন, নির্বাচন যথাসময়ে শুরু হয়েছে এবং পরিবেশ খুব সুন্দর।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস জানান- একটি অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করতেছে এবং পরিবেশ খুবই সুন্দর।

মন্তব্য লিখুন

আরও খবর