আখাউড়ায় জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকা দেয়া হবে

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ , ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ছবি - কালের বিবর্তন

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জলাতঙ্ক নির্মুল কর্মসূচীর আওতায় আগামী বৃহস্পতিবার থেকে কুকুরকে টিকা দেয়া হবে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

এ সময় আরো জানানো হয়, ৬ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল কুকুরকে টিকা দেয়া হবে। এজন্য প্রতিদিন ১৫ জনের ছয়টি টিম কাজ করবে। ২০২২ সাল পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. শ্যামল চন্দ্র ভৌমিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবুল বাশার, পৌরসভার সচিব মো. ফারুক, থানার উপ-পরিদর্শক মো. তাজুল ইসলাম প্রমুখ।

মন্তব্য লিখুন