অচেনা সময় এইচ. এম. হৃদয় হাসান মুন্না

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ , ২৪ এপ্রিল ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

অচেনা সময়
এইচ. এম. হৃদয় হাসান মুন্না
———————
নেই কোনো কোলাহল পথঘাট শূন্য
জীবনের গুনফলে নেই আজ গুন্য।
কবে আসবে সুদিন করছে সবে মিনতি
জীবনের সিনেমায় চলছে এখন বিরতি।
কোনো ঔষধ-ই আজ হচ্ছে না প্রযোজ্য
মৃত্যুর বিয়োগফলে কারা হবে বিয়োজ্য।
শিক্ষা প্রতিষ্ঠান আজ বড় একা
কতোদিন হলো পায়না শিক্ষার্থীদের দেখা।
বুকটা আজ শুধু করছে হাহাকার
বন্ধুদের দেখাটাও মেলে না রোজ আর।
ইউনিফর্ম-টাও পড়ে আছে আলমারির কোণে
যন্ত্রণা লুকোনো প্রেমিকের মনে।
অসহায় হচ্ছে আজ সব মানুষ
উড়ছে না এখন আর স্বপ্নের ফানুস।
নেই কোনো আয়োজন হচ্ছে না উৎসব
ছিলো যতো আনন্দ হয়ে গেছে দুর্লভ।
যতো ছিলো আমাদের স্বপ্নের ধারা
হয়ে গেছে আজ সব অন্তর হারা।
কতো প্রবাসী ফিরছে দেশে
নেই কোনো কর্ম হতাশার ভেসে।
কতো মানুষ আজ কর্মহীন
ছিলো যতো স্বপ্ন সব বর্নহীন।
এইভাবে চলবে আর কতোদিন
হে খোদা করোনাকে ফিরিয়ে নিন।
সমাপ্ত

মন্তব্য লিখুন

আরও খবর