আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে কূটনীতিকরা হস্তক্ষেপ নেই

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ , ১২ আগস্ট ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোনো দেশেই বিদেশি কূটনীতিকরা হস্তক্ষেপ করতে পারে না। শুধুমাত্র বাংলাদেশেই সাধারণ কিছু হলেই বিদেশিদের এত নজরদারী, ভিসা নীতি দেবে এমন হুমকি-ধামকি দেয়। আর তাদের কথায় মুক্তি যুদ্ধরে বিপক্ষের শক্তিরা লাফালাফি করে।

শনিবার (১২ আগস্ট) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্বাচিপের উদ্যোগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মহা সড়কে আজ বাংলাদেশ। বিএনপি দেশের উন্নয়নের বিপক্ষে তাই এসবের প্রশংসা করতে পারে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নে বিএনপির অন্তরজ্বালা। বিএনপির এ দেশে শাসন করুক জনগণ তা চায়না তাই তারা এক দফা নামের খাদে পড়ে বিদেশীদের স্বরণা পূন্য হচ্ছে। বিএনপির সমাবেশেি দিনদিন নেতাকর্মীদের সংখ্যা হৃাস পাচ্ছে, তাই তারা একের পর এক আন্দোলনের সমাবেশ করে দেশের বিরুদ্ধে মিত্যাচার প্রচার করছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ করে ওবায়দুল বলেন,হিংসার রাজনীতি করলে সারাজীবন বিরোধী দল হইয়ে থাকতে হবে। উন্নয়নসীল দেশগুলোকে বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের উন্নয়নকে অনুসরণ করতে। আজকে আইএমএফসহ বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। বিশ্ব বাসীর এ দুঃসময়েও বাংলাদেশের যে বিএনপি নিজেরাই ক্ষমতায় যেতে তা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসার জন্য নানা অপপ্রচার চালচ্ছ।

বিএনপির এক দফা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তাদের এক দফা মানে আবারও দেশকে যারা পেছনে নিয়ে যেতে চায় তাদের কাছে ক্ষমতা দেওয়া। যা দেশের মানুষ কখনো চাইনি আর ভবিষতে চাইবেও না । কেননা দেশের জনগণ উন্নয়নে বিশাস করে ,

তিনি আরও বলেন, আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ ভাবে আর তারা আওয়ামী লীগকে শত্রু ভাবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিংবা একুশে আগস্টসহ সব হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জিয়া পরিবারের সদস্যরা।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জানে নির্বাচনে তাদের পক্ষে দেশের জনগণ কি করবে । এই নির্বাচন দেশের মানুষ তাদের ভোট শেখ হাসিনাকে দেবে।

যেকোনো সংকট কিংবা সমস্যায় শেখ হাসিনার প্রতি আস্থা রাখার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংবিধান বাহিরে তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি মেনে নেওয়া হবে না, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধান মানলে তারা নির্বাচনে আসবে না হই না অসবে।

মন্তব্য লিখুন

আরও খবর