বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ৩৬০ ঘন্টা মেয়াদী কোর্সের চূড়ান্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রম এর  চূড়ান্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারি কলেজ সংলগ্ন সিআইটি টেকনিক্যাল ইন্সটিটিউটে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পাঁচটি অকুপেশনে শিক্ষার্থী ছিল ৪৮৯ জন। এছাড়াও সারাদেশে একযোগে বোর্ড কর্তৃক নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, উক্ত পরিক্ষায় অংশগ্রহণকারীরা উত্তীর্ণ হয়ে দক্ষ স্কেল নিয়ে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও স্কুল কলেজে চাকুরি করার সুযোগ রয়েছে। অনেকে আবার ফ্রিল্যান্সিং কোর্স শেষ করে নিজেরাই ফ্রিল্যান্সিং করবে। পরিক্ষা শেষে ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীরা পাবে দক্ষতা সনদ।

যেসকল বিষয়ে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো-

(১) কম্পিউটার অফিস এপ্লিকেশন

(২) গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং

(৩) আমিনশীপ ভূমি জরিপ সার্ভে কোর্স

(৪) প্রফিসিয়েন্সি ইন ইংলিশ কমিউনিকেশন (স্পোকেন ইংলিশ)

(৫) ডাটাবেস প্রোগ্রামিং

উক্ত পরিক্ষায় বোর্ড পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সহকারী প্রোগ্রামার শাহানশাহ টিপু, মোহাম্মদ জাকির হোসেন, পরীক্ষার কেন্দ্র সচিব ছিলেন সিআইটি টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ  ও পরিচালক ইঞ্জিনিয়ার জোবাইর আহাম্মদ রানা।

মন্তব্য লিখুন