প্রতিবন্ধী জাহানারা বেগমের বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- কালের বিবর্তন

নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ৪ নং বারোগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দৌলতপুর গ্রামে গোলাম কুদ্দুসের বাড়িতে সন্ধ্যা মাগরিবের আগমুহূর্তে পল্লী বৈদ্যুতিক তার বিস্ফোরণে প্রতিবন্ধী জাহানারা বেগম (৫০ ) এর ঘরের টিনের চালে আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যে পুরো ঘরের আগুন ছড়িয়ে পড়ে।প্রতিবন্ধী জাহানারা বেগম (৫০) জানান।

আমার ঘরে বন্যার পানি উঠে যাওয়ায় পরিবারের সবাইকে নিয়ে ছাতারপাইয়া আশ্রয় কেন্দ্রে বাঁচার উদ্দেশ্যে আশ্রয় নিয়ে থাকি । সন্ধ্যা মাগরিবেৱ সময় আমার দেবরের স্ত্রী বাড়ি থেকে ফোন করে বলেন আমার ঘরে আগুন লেগে সব জ্বলে পুড়ে যাচ্ছে।

আমি শুনে বাড়িতে এসে দেখি ততক্ষণে ঘরে থাকা আলমারি,ফ্রিজ, খাট পালং, কাপড়চোপড় সহ আনুমান ১০ লক্ষ টাকা সমপরিমাণ আসবাবপত্র জ্বলে পুড়ে ছাই হয়ে যায় বলে অজরে কান্নায় ভেঙে পড়ে জাহানারা বেগম।

কান্না জড়িত কন্ঠে বলেন ,আমি গরিব অসহায় আমার ঘরে তিনজন প্রতিবন্ধী,আমি এখন কোথায় গিয়ে উঠবো কার কাছে যাবো , মানুষের সহযোগিতা নিয়ে এটুকু ঘর নির্মাণ করেছি ।আমার স্বামী সহ তিনজন প্রতিবন্ধীদের কে নিয়ে কোথায় গিয়ে আশ্রয়নেবো। এলাকাবাসীৱ থেকে জানা যায়।

চতুর্দিকে বন্যার পানি থাকায় আশপাশের লোকজন আগুন নেভাতে কার্যকরী কোন ব্যবস্থা নিতে পাৱে নাই। লোকজন আশপাশে তেমন ছিল না ,প্রায় পরিবারই আশ্রয় কেন্দ্রে চলে গেছেন।

আমরা আশা করব কোন বৃত্তবান হৃদয়ে বান ব্যক্তি যদি প্রতিবন্ধী পরিবারের পাশে এসে দাঁড়ায় আমরা বন্যায় কবলিত এলাকাবাসী অনেক খুশি হব ।

মন্তব্য লিখুন