নবীনগরে ১১ মামলার আসামী ইব্রাহিম গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১ টায় নবীনগর পৌর এলাকার নারায়নপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিম মিয়া নারায়নপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ূন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নবীনগর পৌর এলাকার নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে। সে থানা পুলিশের  গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন