জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানের জন্য জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক অভিজ্ঞ জনবল নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্যাবলী নিম্নরুপ  :

পদসমূহ :

১ অফিস এডমিন (মহিলা)-০১জন  ন্যূনতম এইচ.এস.সি পাশ। কম্পিউটার জানা আবশ্যক বেতন আলোচনা সাপেক্ষে

২. আমিনশীপ (ভুমি জরিপ) প্রশিক্ষক-   ০১জন, শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন সার্ভেয়ার / স্নাতক/ সমমান। সার্ভেয়ার কাজের বা জমি জরিপ মাপের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

    বেতন আলোচনা সাপেক্ষে।

৩. স্পোকেন ইংলিশ ট্রেইনার- ০১জন – শিক্ষাগত যোগ্যতা: ( Graduation in English (Must have good command over reading, writing, Speaking and listening)

    বেতন আলোচনা সাপেক্ষে।

আগ্রহী প্রার্থীদের পদের নাম উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবিসহ নিম্নবর্ণিত ঠিকানায় আগামী ২৭/১০/২০২১ইং তারিখের মধ্যে সরাসরি আবেদন করার জন্য আহবান জানানো যাচ্ছে।

যোগাযোগ

সি.আই.টি কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

আর.আর টাওয়ার ২য় তলা, কলেজ রোড, ব্রাহ্মণবাড়িয়া।

মোবাইল : ০১৯৯৭-৪০০৫০০, ০১৭১৬-২৮৩৮৯৩

ই-মেইল:  cit.bbaria@gmail.com

মন্তব্য লিখুন

আরও খবর