ইতালীর আরেচ্ছো শহরের লিভানে প্রভিনসিয়ায় বাবার হাতে ৫ বছরের মেয়ে খুন

প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ , ২২ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ইতালি প্রতিনিধি:  ইতালির আরেচ্ছো শহরের লিভান্তে প্রভিনসিয়ায় বসবাস রত বিল্লাল মিয়া তার ৫ বছরের মেয়েকে কুপিয়ে হত্যা করে, সেই সাথে ৮ বছরের ছেলেকে আহত করেছেন।

নিজ কন্যাকে জবাই করে লাশ বাসা থেকে নিচে ফেলে দিলে,পাশের বিল্ডিং থেকে জনৈক ইতালীয় দেখেন এবং সাথে সাথে পুলিশ কে অবহীত করলে স্থানীয় প্রষাশন মরদেহটি উদ্ধার করে, সেই সাথে আসামী
বিল্লালকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় এবং নিহতের মা ও পুএকে পুলিশের হেফাজতে নিরাপত্তায় রাখা হয়েছে বলে জানা যায়।

সুএ জানিয়েছেন বিল্লাল মিয়ার বাড়ি কাগাত্তা বিষ্ণুপুর ,হোমনা,কুমিল্লা । নিহত শিশুর মা যখন দোকানে কেনাকাটা করতে গেলে এ সুযোগে এই ঘটনা ঘটে। কি কারনে এ খুন কর হলো সে বিষয়ে সাংবাদিক পুলিশ কর্মকর্তা এ ঘটনার তদন্ত করছে।।

মন্তব্য লিখুন

আরও খবর