নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বাংলাদেশ ও দেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ এক শুভেচ্ছা বার্তায় আরব আমিরাতের নতুন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই পদে আপনার নির্বাচিত হওয়ার ফলে এটা প্রমাণ করবে যে, আপনার নেতৃত্ব প্রদানের যোগ্যতা ও বিচক্ষণতা ও দূরদর্শিতার প্রতি সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল সুপ্রীম কাউন্সিল এবং জনগণের গভীর আস্থা রয়েছে। রবিবার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিজ ( প্রধানমন্ত্রী) কার্যালয় থেকে পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভের পর থেকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় ও পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত পরীক্ষিত বন্ধু। যার ফলে উভয়ের মধ্যে বর্তমানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে চমৎকার দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক বিরাজ করছে। প্রধানমন্ত্রী তার বার্তায় গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন যে, ১৯৭৪ সালের ১০ মার্চ উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম ইউএই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছিল, যার ফলে ভ্রাতৃপ্রতীম আরব দেশগুলোর বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পথ সুগম হয়েছিল। আর এভাবে অঞ্চলটির সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারিত্বের ভিত স্থাপিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্টের কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমি গর্বের সঙ্গে উল্লেখ করতে চাই যে, আমাদের মজবুত দ্বিপক্ষীয় সম্পর্ক আজ পারস্পরিক সহযোগিতার উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের দুদেশের মধ্যে মানব সম্পদ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা ও প্রতিরক্ষা খাতসহ অনেক ক্ষেত্রে সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশের সরকারপ্রধান দৃঢ় আস্থা ব্যক্ত করেন যে, দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও অংশীদারিত্ব আরও গভীর হবে এবং অভিন্ন প্রচেষ্টার মাধ্যমে উভয় দেশের জনগণের কল্যাণে অবদান রাখবে। শেখ হাসিনা বলেন, তিনি দুদেশের কল্যাণে সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেডিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। তিনি ইউএইর নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জামালগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন সাংসদ অ্যাড....
জামালগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন...
কুমিল্লার মুরাদনগর মাইকিং করে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত...
কুমিল্লার মুরাদনগর মাইকিং করে ডাকাত সন্দেহে...
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সরাইলে র্যালি ও আলোচনা...
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সরাইলে র্যালি...
সরাইলে সেলাই মেশিন প্রশিক্ষণদের বিদায় সংবর্ধনা
সরাইলে সেলাই মেশিন প্রশিক্ষণদের বিদায় সংবর্ধনা
সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস...
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস...