অগ্নি-জল
এইচ.এম.হৃদয় হাসান মুন্না
———————–
কাশির শব্দ একটু একটু
বুকটা যখন ব্যাথা হয়,
ফুসফুসটা ডেকে বলে
আর কতো পুড়বি আমায়?
হৃৎপিণ্ডের রক্তক্ষরণ
কতো স্বপ্নের অকাল মরন।
যখন কলিজাটায় লেগেছিল টান
তখন থেকেই হয়ে গেছি বড্ড বেঈমান।
কী খুব কষ্ট হয়? তোকে পোড়াচ্ছি বলে,
শোন তবে,
যখন ছিলো হৃৎপিণ্ডে দাবানল,
মস্তিষ্কে ব্যাথার অনল।
চক্ষু তখন ভালোবেসে দিয়েছিল জল।
জলের ছোঁয়ায় বক্ষ নদী হলো সাগর অতল।
সেই তুফানে তুই যে কতো হয়েছিস জলসিক্ত,
তোকে শুকাতে কোথায় পাবো এমন দুপুর রৌদ্রে তিক্ত।
তাই তো আমি ক্ষনে ক্ষনে
পুড়ছি তোকে নিকোটিনে।
কী! তোর জমিন পুড়ে কালো হয়ে গেছে।
একটু তবে প্রহর গোন,
আকাশটা যে হচ্ছে কালো।
অদৃশ্য হোক সকল আলো।
নিঃশব্দ বর্জ্য মেঘে
ভাসিয়ে দেবো জলের বেগে।
অগ্নি-জল এইচ.এম.হৃদয় হাসান মুন্না

এইচ.এম.হৃদয় হাসান মুন্না
মন্তব্য লিখুন
আরও খবর
তোমায়ও রোজ কাঁদাবে
তোমায়ও রোজ কাঁদাবে
ভোরের অপেক্ষায় এইচ. এম. হৃদয় হাসান মুন্না
ভোরের অপেক্ষায় এইচ. এম. হৃদয় হাসান...
মা এইচ. এম. হৃদয় হাসান মুন্না
মা এইচ. এম. হৃদয় হাসান মুন্না
ওয়ার্ল্ড চিল্ড্রেন ফোরাম
ওয়ার্ল্ড চিল্ড্রেন ফোরাম
পলাশবাড়ীতে দাখিল মাদ্রাসার নিয়োগ বিজ্ঞপ্তি গোপন করে নিয়োগের...
পলাশবাড়ীতে দাখিল মাদ্রাসার নিয়োগ বিজ্ঞপ্তি গোপন...
স্কুলের সেই ঘন্টা – আল আমীন শাহীন
স্কুলের সেই ঘন্টা – আল আমীন...